রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাসায় এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে উপদেষ্টার রাজধানীর বারিধারার ডিওএইচএসে বাসভবনের সামনে দেখা যায়।
এর আগে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে রাত ৩টার দিকে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা।
দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সজাগ ও সচেতন আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এসব করছেন, তাদের ঘুম আমি হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না।
যেভাবে হোক, দুষ্কৃতিকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিনে-রাতে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তারা যে কারণে পদত্যাগ করতে বলছে, সেই পরিস্থিতির উন্নতি করতে পারলে তো পদত্যাগের প্রশ্ন আসবে না।