শিরোনাম
◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম ◈ শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম আয়ারল্যান্ড, বাংলাদেশ ১৮১তম ◈ কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত সংঘর্ষ-উত্তেজনা? (ভিডিও) ◈ ঢাকাসহ যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ঈদুল ফিতরের ছুটি শেষ, চুলা জ্বালানো নিয়ে বিশেষ সতর্কবার্তা তিতাসের ◈ প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত হচ্ছে গাজায়: জাতিসংঘ ◈ পরিচয় মিলেছে কলশী ফ্লাইওভারে নিহত দুই মোটরসাইকেল আরোহীর  ◈ ড. ইউনূসের নেতৃত্বে নতুন গতিশীলতা পাবে বিমস্টেক: মিয়ানমারের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি

মনিরুল ইসলাম : আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির নেতারা। 

রোববার সচিবালয়ে দুপুরে  আইন উপদেষ্টার দপ্তরে তারা সাক্ষাৎ করেন।  বিপিজেএ’র সভাপতি নিউজ হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজ। 

উপদেষ্টা ড. আসিফ নজরুল সংসদে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি সংসদ কার্য বিবরণী থেকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। 

উপদেষ্টা বলেন, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি। তিনি সাংবাদিক নেতাদের রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পরামর্শ দেন। 

বিপিজেএ নেতৃবৃন্দ বলেন, একটি কার্যকর সংসদে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য গণমাধ্যম কর্মীরা সংসদে ওয়াচডগের ভূমিকা পালন করেন। ভবিষ্যতে গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। উপদেষ্টা সংসদে কর্মরত সাংবাদিকদের সমস্যাদি মন দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়