শিরোনাম
◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাউন্ড গ্রেনেড-জলকামান দিয়ে সরিয়ে দেওয়া হলো আউটসোর্সিংকর্মীদের

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল সোয়া ৫টার পর অবরোধকারীদের ওপর এ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আউটসোর্সিং কর্মচারীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। পরবর্তীতে দুপুরের পর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে বসে পড়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করেন। আমরা তাদের সময় দেওয়ার পরেও তারা সড়ক ছেড়ে উঠে যাননি। পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান নিক্ষেপ করা হয় এবং উছৃঙ্খল কয়েকজনকে আটক করা হয়।’

এর আগে বিকেল ৫টার দিকে দেখা যায়ং, পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন। আর শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে অবস্থান করছিল পুলিশ।

ডিএমপির রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ  মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।’

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।’

এরপর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা আউটসোর্সিংকর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়