শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাগুনের দুপুরে রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দেয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তরটি। এদিন সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন।

আকাশের গুমোটভাব দেখে দিনের শুরু থেকেই বৃষ্টি হবে-এমনটা অনুমান করা যাচ্ছিল। আর সকাল পেরিয়ে দুপুর হতেই হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ী বৃষ্টিতে ভিজল। দুপুর ১টা ৪৫ মিনিটে হওয়া এই বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছে অনেকের মনে।

আজ বাংলায় ৯ ফাল্গুন। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে মর্মর এক রূপ বিরাজ করছে আবহাওয়ায়। এ অবস্থায় হঠাৎ এক পশলা বৃষ্টি ব্যতিক্রমী আমেজ জাগিয়েছে সবার মনে।

হঠাৎ বৃষ্টিতে অনেককেই দৌঁড়ে ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। কেউ কেউ আবার বিভিন্ন দোকান-শপিংমলের নিচে গিয়ে ভিড় করেছেন। ছাতা ছাড়া অপ্রস্তুত সবাই ছিলেন বৃষ্টি কমার অপেক্ষায়। তবে কেউ কেউ আবার বৃষ্টিতে ভিজেই বাসে উঠেছেন।

এ ধরনের হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও অধিকাংশ মানুষই স্বস্তি প্রকাশ করেছেন। কারণ রাস্তার ধুলোবালি কিছুটা কমে গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, আরও কিছুটা পরে আজকের বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে জানাতে পারব। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। ওইদিন থেকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়