শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর থেকে কমলাপুর

২০২৬ সালে চালু হতে পারে দেশের প্রথম পাতাল রেল বা এমআরটি লাইন-১। এই রেল সংযোগ প্রাথমিকভাবে তিনটি রুটে থাকবে। আর এমআরটি লাইন-১ চালু হলে প্রতিটি একমুখী মেট্রোতে ১২টি স্টেশনে থেমে মাত্র ২৪ মিনিট ৩০ সেকেন্ডে যাওয়া যাবে বিমানবন্দর থেকে কমলাপুরে।

অন্যদিকে ৯টি স্টেশনে থেমে ২০ মিনিট ৩০ সেকেন্ডে যাওয়া যাবে নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনালে। এছাড়া ১৬টি স্টেশনে থেমে ৩৫ মিনিট ৩০ সেকেন্ডে যে কেউ কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করতে পারবেন। সবমিলিয়ে দৈনিক ৮ লাখ যাত্রী দেশের প্রথম পাতাল রেলে যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা। এতে বলা হয়, পাতাল রেল চালু হলে ১৮ দশমিক ৯৩ কিলোমিটার দূরত্বের উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে যেতে সময় লাগবে মোট ৩৩ মিনিট ৩৪ সেকেন্ড। এ ক্ষেত্রে স্টেশনে যাত্রাবিরতির সময় ৩০ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ড। আর দুটি স্টেশনের মধ্যে গতিসীমা থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ কিলোমিটার।

তবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত থাকা স্টেশনে যাত্রাবিরতি না থাকলে পরিকল্পনা অনুযায়ী মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমআরটি লাইন-১ প্রকল্পের বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কমবেশি ১০ মিটার থেকে ১৩ মিটার গভীরতায় নির্মাণ করা হবে। তবে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত এলাকায় সড়কের প্রশস্ততা কম থাকায় ওপর-নিচ পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ ৩৪ মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে।

এতে আরও বলা হয়, পাতাল রেলের কুড়িল থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা সড়কের স্তর থেকে ১৪ দশমিক ১ মিটার থেকে ১৮ দশমিক ৩ মিটার রাখা হয়েছে। আর প্রতিটি মেট্রোরেলে সর্বোচ্চ ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। সর্বনিম্ন ২ মিনিট ৩০ সেকেন্ড ফ্রিকোয়েন্সিতে মেট্রোরেল চলাচল করতে পারবে। এছাড়া এমআরটি লাইন-১ এর পাতাল রেলের সর্বোচ্চ পরিচালন গতিসীমা থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। অন্যদিকে উড়াল মেট্রোরেলের সর্বোচ্চ পরিচালন গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমিটার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়