শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২১ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৪০৮ আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ৪০৮ আরোহী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, কোনো এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রাখে।

পরে পাইলট সিগনালে বার বার বার্তা যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে।
অন্যদিকে নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে।

তাঁদের ভিন্ন একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 
জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ছেড়ে যায়। উড্ডয়নের ২০ মিনিট মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুরে। বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশে এরইমধ্যে রওনা হয়েছে। সেই ফ্লাইটটি যাত্রীদের দুবাই নিয়ে যাবে।

এদিকে, ৭৭৭ ফ্লাইটটি ঢাকায় নিয়ে আসার পর আরও তল্লাশি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়