শিরোনাম
◈ ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

রাজধানীতে এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ দাবি; অপহৃত ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার ৬ 

মাসুদ আলম : রাজধানীর মিরপুর এলাকা হতে অপহৃত ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্বাস (২০),  রাকিব হোসেন (২৭), সাগর মাতব্বর (২৪),  সিয়াম (১৮),  মোঃ রিয়াদ(২০) ও  সাহিদা আক্তার (৩৫)।

সোমবার বিকেলে রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম।

মঙ্গলবার মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি   মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট আমতলা এলাকা হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে ৬/৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে মারধর করে তার মাতা সেতু আক্তার এর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । দাবিকৃত মুক্তিপণ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০:০০ ঘটিকার মধ্যে না দিলে তারা ভিকটিমকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। ভিকটিমের মাতা নিরুপায় হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ৯ টায়   দুষ্কৃতকারীদের সাত হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন। টাকা পাওয়ার পর উক্ত চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় সেতু আক্তারের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি অপহরণের মামলা  করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার  বিকেলে  রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের উক্ত ছয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম । অতঃপর তাদের হেফাজত হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়