শিরোনাম
◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমাদের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক-একটি চপেটাঘাত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজেবাজে কথা লেখে। তবে আমার মনে হয় আমাদের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক-একটি চপেটাঘাত।'

সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখার পর প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘আজকে আমার ভালো লেগেছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও ডকুমেন্টারি প্রকাশ করেছে। খুবই আনন্দের বিষয় এই যে, আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি তারা জানান দিচ্ছি যে, জুলাই আন্দোলনের ইতিহাসে আমাদের সবার অংশগ্রহণ আছে।’

শফিকুল আলম বলেন, ‘আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে মিছিলের শুরুতে মেয়েদের অবস্থান। মেয়েরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে মেয়েরা ছিল অগ্রভাগে।'

বিশেষ আলোচক হিসাবে তাসনিম খলিল বলেন, আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশে সাংবাদিকতার উর্বর ক্ষেত্র হলো বিশ্ববিদ্যালয়গুলো। আপনারা অনেকে বিভিন্ন স্থানীয় মিডিয়া বা জাতীয় মিডিয়ায় প্রতিনিধি হিসাবে যুক্ত আছেন। আপনারা স্বাধীন গণমাধ্যম চর্চা নিশ্চিত করবেন। আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেতু আপনারা শিক্ষার্থীদের সব স্বার্থ নিয়ে কথা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কমিউনিটির প্রতি দায়বদ্ধতা। আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছে আসুন আমরা সহযোগিতা করব।

কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর সাধারণ সম্পাদক সাঈদ হাসানের সঞ্চালনায় এবং সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস'র উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়