শিরোনাম
◈ অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ প্রাকৃতিক দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি ৩০০ কোটি ডলার ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের শেষ দিন শনিবার, দিতে হবে যেসব তথ্য ◈ ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি  ◈ খালেদা জিয়া ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন : যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি ◈ আজ মুসলমানদের সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ◈ বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্ক আলোচনা ◈ নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব: আলী রীয়াজ ◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১২ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের শেষ দিন শনিবার, দিতে হবে যেসব তথ্য

সরকারি কর্মচারীদের সম্পদবিবরণী জমা দেওয়ার শেষ সময় ১৫ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যে দেশের ১৫ লাখের মতো সরকারি কর্মচারীকে তাঁদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গত ৩০ নভেম্বরের মধ্যে সম্পদবিবরণী জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বছরে একবার এ বিবরণী জমা দিতে হবে। এখন থেকে যাঁদের কোনো সম্পদ নেই, তাঁদেরও তথ্য বা বিবরণী জমা দিতে হবে। এটি জনস্বার্থে দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী রয়েছেন। সম্পদের বিবরণী জমা না দিলে দণ্ড কী হবে, তা আইনে বলে দেওয়া আছে। সোজা কথা, জমা না দিলে আইনানুগ খবর আছে। যত বড় যে-ই হোক, চোরকে চোর বলতে হবে।

যেসব তথ্য দিতে হবে:

ক. সাধারণ তথ্য:

১। কর্মচারীর নাম: ২। পরিচিতি নম্বর (যদি থাকে) : ৩। পদবি: ৪। ক্যাডার (যদি থাকে) : ৫। বর্তমান কর্মস্থল: ৬। চাকরিতে যোগদানের তারিখ: ৭। যোগদানকালে পদবি: ৮। স্থায়ী ঠিকানা: ৯। এনআইডি নম্বর: ১০। জন্মতারিখ: ১১। টিআইএন: ১২। বেতন স্কেল: ১৩। মূল বেতন: ১৪। মোবাইল ফোন নম্বর: ১৫। ই-মেইল (যদি থাকে) : ১৬। বর্তমান ঠিকানা: ১৭। পরিবারের সদস্যদের (স্বামী বা স্ত্রীবা সন্তান) বিবরণ:

খ. স্থাবর সম্পত্তি:

১। জমি (ক) কৃষি (খ) অকৃষি: ২। ইমারত: ৩। বসতবাড়ি: ৪। ফ্ল্যাট: ৫। খামার বা বাগানবাড়ি: ৬। ব্যবসাপ্রতিষ্ঠানসহ আরও কিছু থাকলে।

গ. অস্থাবর সম্পত্তি:

১। অলংকারাদি: ২। স্টকস/শেয়ার/ডিবেঞ্চার/বন্ড/সিকিউরিটিজ: ৩। সঞ্চয়পত্র/প্রাইজবন্ড/মঞ্চয় স্কিম: ৪। বিমা: ৫। নগদ/ব্যাংকে গচ্ছিত অর্থ/ঋণপ্রদান করা অর্থ: ৬। এফডিআর/ডিপিএস: ৭। জিপিএস/সিপিএফ: ৮। মোটরযান (ব্যক্তিগত/বাণিজ্যিক) : ৯। ইলেকট্রনিকস চিনিস/আসবাবপত্র: ১০ আগ্নেয়াস্ত্র।

সম্পদবিবরণী দাখিল না করলে ব্যবস্থা: নির্ধারিত সময়ের মধ্যে সম্পদবিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য প্রদান, কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের কোনোরূপ অসংগতি পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া কথা বলা আছে।

শাস্তি: সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৫) (গ) উপবিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর জন্য ওই বিধিমালার ৪(২) ও ৪(৩) উপবিধিতে উল্লিখিত যেকোনো লঘুদণ্ড বা গুরুদণ্ড আরোপ করার বিধান রয়েছে।

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেনসরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন
৪(২)-এ উল্লিখিত লঘুদণ্ড নিম্নরূপ:

ক. তিরস্কার

খ. চাকরি বা পদসম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্র ছাড়া, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা;

গ. কর্তব্যে অবহেলা বা সরকারি আদেশ অমান্য করার কারণে সংঘটিত সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা তার অংশবিশেষ, বেতন বা আনুতোষিক হতে আদায় করা; অথবা

ঘ. বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ।

৪(৩)-এ উল্লিখিত গুরুদণ্ডগুলো নিম্নরূপ:

ক. নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ;

খ. বাধ্যতামূলক অবসর প্রদান;

গ. চাকরি থেকে অপসারণ;

ঘ. চাকরি থেকে বরখাস্ত করা যাবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়