শিরোনাম
◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ ◈ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি ◈ রাত ১টায় দুবাইয়ে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল ◈ মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর নির্দেশ খাদ্য উপদেষ্টার ◈ সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া ◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী ◈ ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি ◈ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের ওপর আজও পুলিশের জলকামান-লাঠিচার্জ, আন্দোলন থেকে ১৪ জন আটক (ভিডিও)

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগ মোড়ে আন্দোলন করেছেন। এ সময় পুলিশ তাদের ওপর আবারও বল প্রয়োগ করে। একপর্যায়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, বেলা একটা থেকে ঘণ্টা দুয়েকের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

তাদের ওপর জলকামান দিয়ে পানি ছেটানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, রাস্তা আটকালে তো জলকামান মারতেই হবে। তারা রাস্তা আটকায়ে আন্দোলন করতেছিল।

সরকারি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। 

আটকের বিষয়টি একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, ‘সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিকেল চারটার দিকে পুলিশ জানিয়েছে, বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে গেছে। এখন হয়তো দুই একজন বিচ্ছিন্নভাবে জাদুঘরের সামনে থাকতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের কয়েকজন অবস্থান করছিলেন। উৎস: দেশরুপান্তর, সমকাল ও নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়