শিরোনাম
◈ কাসেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত  ◈ হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ◈ শেখ হাসিনার পাশে না থাকলে ভাইয়ের মতো আমাকেও ক্রসফায়ার দেওয়া হতো: আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমানকে কটূক্তি, ৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় সুনামগঞ্জে পাঁচ প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ মে-র মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। 

আসামিরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের মাহফুজ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বাজারের সালমা আক্তার, একই এলাকার তোফায়েল আহমদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামের ইমরান খান, মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের মো. মাহিন খান।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও যুবদল সুনামগঞ্জ পৌর শাখার সাবেক সদস্য রমজান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

বাদী রমজান আলী যুগান্তরকে জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত, কটূক্তি ও নানাভাবে নেতিবাচক সমালোচনা করে যাচ্ছেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় স্বার্থে এসব কার্যকলাপের বিরুদ্ধে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আদালতে মামলাটি দায়ের করি। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়