শিরোনাম
◈ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ◈ ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী কথা হতে পারে? ◈ ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য ◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড পরিদর্শন

মাসুদ আলম:  আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড এর চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান গাজীপুরস্থ বিএমটিএফ লিমিটেড সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিএমটিএফ লিমিটেড এর বোর্ড অফ ডিরেক্টরস মিটিং ১/২০২৫ এ যোগদান করেন।

বোর্ড অফ ডিরেক্টরস মিটিং শেষে সেনাবাহিনী প্রধান বিএমটিএফ লিমিটেড এর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিএমটিএফ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর সেনাবাহিনী প্রধান'কে উৎপাদন ক্ষেত্রে বিএমটিএফের সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে এর অবদান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এর ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

সেনাবাহিনী প্রধান বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় শিল্পপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার উপর জোর দেন। তিনি স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, উচ্চমান বজায় রাখা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে বিএমটিএফ লিমিটেডের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সামরিক ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য যে, বিএমটিএফ লিমিটেড পরিচালিত আর্মি ফার্মা লিমিটেড দেশের প্রান্তিক জনগোষ্ঠির জন্য অত্যন্ত সাশ্রয়ী দামে, গুনগত মানসম্পন্ন ঔষধ ও প্রসাধনী সামগ্রী উৎপাদন করে আসছে।

পরিদর্শনকালীন, সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়