শিরোনাম
◈ রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ হুমকিতে মহাকাশ নিরাপত্তা, পৃথিবীতে আছড়ে পড়েছে ১২০০ যন্ত্রাংশ ◈ রাতে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক ◈ উন্নত চি‌কিৎসা নি‌তে সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল ◈ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে ◈ ঘ‌রোয়া ক্রিকে‌টে অসাধারন রেকর্ড, ১৫ ব‌লে আবাহনীর ইম‌নের অর্ধশত রান  ◈ শুল্ক নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ◈ ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতের প্রতি আহ্বান বিএনপির ◈ আওয়ামীপন্থী ৭২ আইনজীবী কারাগারে, বিশেষ বিবেচনায় ১১ জনের জামিন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান, আনিসুল, পলকসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত।

সোমবার পুলিশের আবেদনের ওপর শুনানি করে তা মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

এদিন আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তা‌র দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি সাদেক খান, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজু, মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমানকে একই থানার দুই মামলা, দীপু মনিকে এক মামলা, জুনাইদ আহমেদ পলককে এক মামলায় গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তা‌র দেখানো হয়। ২০১৫ সালের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া রাজধানীর কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামাল ও তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়