শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩১ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট: আটক হলেন যারা

দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৬৫ জনকে আটক করা হয়েছে।

অটককৃতদের মধ্যে যাচেদর পরিচয় পাওয়া গেছে তারা হলেন- টোক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন (৩৬), কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. শাহাদাত হোসেন(৩২), টোক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব (২৫), টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ  শাহাবুদ্দিন (৬২), মো. মিলন মিয়া (৩৫), রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ রুহুল (৪৩), টোক ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন (৫০), মো. শরীফ (২৭), শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহম্মেদ, শ্রীপুর ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আহমেদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় নেয়া হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গ্রেপ্তার হবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়