শিরোনাম
◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি 

মাসুদ আলম : অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেছেন, জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়। 

ডিএমপি, ঢাকার সাবেক আরআই মোঃ আশরাফ আলীর চাকরি থেকে অবসর উপলক্ষে শনিবার  সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন। 

তিনিও  বলেন, বাংলাদেশ পুলিশের জন্য রাজারবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।  এই রাজারবাগে যিনি আরআই এর দায়িত্বে থাকেন, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব মোঃ আশরাফ আলী একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তিনি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আশরাফ আলী সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) রওনক আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ আশরাফ আলী ১৬ নভেম্বর ২০২২ তারিখে ডিএমপির আরআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি  সুদীর্ঘ একচল্লিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত  জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ডিএমপির আরআই পদে থেকে অবসরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়