শিরোনাম
◈ অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের: আসিফ নজরুল ◈ বাংলাদেশের পাঠ্যপুস্তকে ‘অরুণাচল’ ও ‘আকসাই চীনকে’ ভারতের অংশ দেখানোয় চীনের আপত্তি ◈ জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি  ◈ ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক ◈ বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো ◈ রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস আলম (ভিডিও) ◈ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ◈ ৬৪ জেলায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ◈ শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা: দ্য প্রিন্ট ◈ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে গেলেন বিমান বাহিনীর প্রধান

মাসুদ আলম :  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে  শনিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, রয়েল সৌদি এয়ারফোর্স এর আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সৌদি আরব সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্স-এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান  ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। 

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন। সূত্র : আইএসপিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়