শিরোনাম
◈ ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার!

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার

মনিরুল ইসলাম: চলতি বছরের আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারডিয়া সিম্পসন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। এ সময় তিনি নারডিয়া সম্পসনকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

 বৈঠকে প্রধান সংস্কার কমিশনগুলোর সংস্কার রিপোর্ট পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বলেও জানান। এ সময় সিম্পসন অন্তর্বর্তী সরকার ও এর সংস্কার উদ্যোগে অস্ট্রেলিয়ার সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে হাইকমিশনার বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের মানুষ অনেক উদার ও অতিথিপরায়ন মন্তব্য করে হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যাত্রাটা ছিল আবেগপূর্ণ। এখানে আমার চার বছরের দায়িত্বপালন ছিল খুবই চমৎকার। এ সময় প্রধান উপদেষ্টা নারডিয়া সিম্পসনকে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমন্ত্রণ জানান। যেটি এ বছর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সব কূটনীতিককে আমন্ত্রণ জানাবে যারা ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়