শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার

মনিরুল ইসলাম: চলতি বছরের আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারডিয়া সিম্পসন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। এ সময় তিনি নারডিয়া সম্পসনকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

 বৈঠকে প্রধান সংস্কার কমিশনগুলোর সংস্কার রিপোর্ট পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বলেও জানান। এ সময় সিম্পসন অন্তর্বর্তী সরকার ও এর সংস্কার উদ্যোগে অস্ট্রেলিয়ার সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে হাইকমিশনার বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের মানুষ অনেক উদার ও অতিথিপরায়ন মন্তব্য করে হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যাত্রাটা ছিল আবেগপূর্ণ। এখানে আমার চার বছরের দায়িত্বপালন ছিল খুবই চমৎকার। এ সময় প্রধান উপদেষ্টা নারডিয়া সিম্পসনকে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমন্ত্রণ জানান। যেটি এ বছর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সব কূটনীতিককে আমন্ত্রণ জানাবে যারা ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়