শিরোনাম
◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা ◈ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা ◈ বছরে এক লাখের বেশি শিশুর মৃত্যু বাংলাদেশে ◈ বিশ্ব শেয়ারবাজারে ধস, ডলারের দরপতন ◈ রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করা ময়মনসিংহের ইয়াসিন মারা গেলেন ◈ এনসিপি প্রয়োজনে জোট করবে: আখতার হোসেন  ◈ মুমিনের রমজান-পরবর্তী করণীয় ◈ ডাকাতের বাড়িতে মিলল ৩০ লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৩০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চার দিনের সফরে সুইজারল্যান্ডে আজ রাতে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

মনিরুল ইসলাম: চার দিনের সফরে সুইজারল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ রাত ১টায় তিনি চারদিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 

রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

 তিনি বলেন, সোমবার দিবাগত রাতে চার দিনের সফরে দেশটির উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের  বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। 

সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০-২৪শে জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি  বলেন,  ৪ দিনের সফর শেষে  ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা । সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনে অংশ নেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডর স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এই ৪ জন রাষ্ট্রপ্রধান ছাড়াও তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার কথা রয়েছে তার। ব্রিফিং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়