শিরোনাম
◈ রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ হুমকিতে মহাকাশ নিরাপত্তা, পৃথিবীতে আছড়ে পড়েছে ১২০০ যন্ত্রাংশ ◈ রাতে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক ◈ উন্নত চি‌কিৎসা নি‌তে সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল ◈ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে ◈ ঘ‌রোয়া ক্রিকে‌টে অসাধারন রেকর্ড, ১৫ ব‌লে আবাহনীর ইম‌নের অর্ধশত রান  ◈ শুল্ক নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ◈ ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতের প্রতি আহ্বান বিএনপির ◈ আওয়ামীপন্থী ৭২ আইনজীবী কারাগারে, বিশেষ বিবেচনায় ১১ জনের জামিন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

শীতার্ত ও অসহায় ৭০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

মাসুদ আলম : বুধবার  সকালে বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি), আইসিটি ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা- এর উদ্যোগে রাজধানীর নবাবগঞ্জ পার্কে আশেপাশের এলাকায় বসবাসরত ৭০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা-এর উপ-অধিনায়ক মেজর মোঃ ফেরদৌস ইসলাম, ঢাকা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এবং আইসিটি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ শাহজাহান উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব  বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে ৭০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়