মাসুদ আলম: ভারতের অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।
আজ সোমবার রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভার পর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান এ তথ্য জানান।
ফজলুর রহমান বলেন, 'সন্দেহভাজনদের সঙ্গে, বিশেষ করে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বা আমাদের জন্য আইনগতভাবে গ্রহণযোগ্য সরাসরি উপায়ে যোগাযোগ করব।'
তিনি বলেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে আমরা ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাদ করতে প্রস্তুত। দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, 'এটা বলাই যথেষ্ট নয় যে বিডিআর হত্যাকাণ্ড স্থানীয় বা বিদেশিদের মাধ্যমে ঘটেছে। ভারত জড়িত আছে বলা হলেও এর পক্ষে প্রমাণ দিতে হবে।'
ফজলুর রহমান বলেন, 'বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রমাণ গত ১৬ বছরে ধ্বংস হয়ে গেছে। তবে এখন যা কিছু করা হবে, তা উন্মুক্ত থাকবে।'
তিনি উল্লেখ করেন, তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা থাকবে। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। 'কমিটির উদ্দেশ্য হলো সবার ন্যায়বিচার নিশ্চিত করা।'
জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ড তদন্তে নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করে বলেন, 'ছোট-বড় সব ধরনের প্রমাণ গুরুত্ব সহকারে নেওয়া হবে।'
আপনার মতামত লিখুন :