শিরোনাম
◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রা, বিদায় জানাতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি ◈ এবার মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান ◈ চীনের তিব্বতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩, আহত অন্তত ৬২ জন ◈ ঢাকায় ফিরেছেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি ◈ দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক ◈ ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান ◈ ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ আলোচনায় বসছে ◈ নাজমুল আবেদীন ফাহিমের ভেতর অনেক লোভ-লালসা: সুজন ◈ রশিদের ৭ উইকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সিরিজ জয় ◈ রাজধানী পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য: ডিএমপি 

মাসুদ আলম : ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেছেন, সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য। কাঙ্ক্ষিত মাত্রার সেবা পেতে পুলিশকে সহযোগিতা করুন।

রোববার  সকালে রাজধানীর শাহজাহানপুরের মাহবুব আলী মিলনায়তনে শাহজাহানপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও  বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সুচনা করেছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি তৈরি করেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নতুন পুলিশ, নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা, নতুন রাজনীতি তথা সর্বোপরি একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক পরিবারে পিতা-মাতাকে নিজ নিজ সন্তানদের সুনাগরিক ও ভালোমানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে, আমি আইন ভাঙ্গব না এবং নিজের অধীনস্থ ও পরিবারের সদস্যদের আইন না ভাঙ্গার প্রতি উদ্ভুদ্ধ করব। তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ঐক্যবদ্ধভাবে সকলকে আইন মান্য করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মোরশেদুল ইসলাম বলেন, হাজারো শহীদ ও আহতদের রক্তের দিকে তাকিয়ে আমাদেরকে পারস্পরিক মতভেদ ভুলে যেতে হবে। ৩৬ জুলাই তথা ৫ আগস্টের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে। 

শাহজাহানপুর থানার বিশিষ্ট নাগরিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে দেখতে চাই। দেখতে চাই পুলিশ জনগণের পাশে দাঁড়াচ্ছে। পুলিশকে অবশ্যই "দুষ্টের দমন আর শিষ্টের পালন" নীতি মেনে চলতে হবে।

সমাজকর্মী নাহিদ জামান বলেন, শাহজাহানপুর থানা এলাকা থেকে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ  নির্মূল করতে হবে। একাজে এলাকাবাসী হিসেবে আমরা পুলিশকে তথ্য দিয়ে সবসময় পাশে থাকবো।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। এরপর গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকলকে নিয়ে মোনাজাত করা হয়।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়