শিরোনাম
◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে পাকিস্তান এ’ দলকে ১৬৭ রা‌নে হারা‌লো  বাংলাদেশের মেয়েরা ◈ বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায়  ◈ গতি বাড়ছে অর্থনীতিতে, জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৪৮ শতাংশ ◈ প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: হুঁশিয়ারি শ্রম সচিবের ◈ পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ সরকারি ফার্মেসি চালু হচ্ছে সারাদেশে , স্বল্পমূল্যে মিলবে ওষুধ ◈ পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ ◈ এশিয়ায় ট্রাম্পের শুল্কের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস ◈ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলা‌দেশ টেস্ট দল ঘোষণা.  স্কোয়া‌ডে আ‌ছেন সাকিব, নেই তাসকিন আহ‌মেদ ◈ ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়: সালাহ উদ্দিন আহমেদ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস উইং

মনিরুল ইসলাম: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই খসড়া তৈরি করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই তৈরি করা হবে খসড়া। ঘোষণাপত্র নিয়ে শিগগিরই অগ্রগতি জানানো হবে । আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

শফিকুল আলম বলেন, গত ১৬ বছরের সব দুর্নীতি-অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, সাগর-রুনির হত্যা মামলা রি ওপেন করা হয়েছে। পিবিআই কাজ করছে। পিবিআই এর কাজ নিয়ে আশাবাদী। প্রচুর শ্রম দেওয়া হচ্ছে এই হত্যা মামলার রহস্যের জট খোলার জন্য।

এসময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে শফিকুল আলম বলেন, গত ৫ মাসে মিডিয়া যতটুকু ফ্রি ছিলো তা ইতিহাসে ছিল না। বিটিভির নিউজকে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা রয়েছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিটিভির নিউজ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। 

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। সাইবার সুরক্ষা আইন নিয়ে উপদেষ্টা কাজ করছেন। সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়