শিরোনাম
◈ তামিম ইকবালের হার না মানা ৮৬ রানের কল্যাণে ফরচুন বরিশালের সহজ জয় ◈ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান  ◈ ১৪ অগ্রাধিকারমূলক যে কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ ◈ জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: আ স ম আবদুর রব ◈ বিডিআর হত্যাকাণ্ড: ভারতের অনুমতি পেলে হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে কমিশন ◈ অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো ◈ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া ◈ ঢাকার ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত ◈ ‘একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’, আজহারীর বক্তব্যের জবাব দিলেন ইশরাক ◈ সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টি, আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট জারি (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোন সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে কোনো তদবির করা হলে তা আমলে না নিয়ে তাঁর একান্ত সচিবকে জানাতে বলেছেন তিনি। আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে উপদেষ্টা লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর/সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল/জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে।’

এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে সকল সরকারি দপ্তর/সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।’

নাহিদ ইসলাম আরও লেখেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়