রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে চুরি হয়।
এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সোনার দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।
ওসি বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, চুরির সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে চুরি হয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে।