মাসুদ আলম : ৩১ ডিসেম্বর ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫ টি কল গৃহীত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭ টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮ টি কল গৃহীত হয়েছে।
প্রতিটি ক্ষেত্রে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়। ৯৯৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অপরদিকে ঢাকার ধানমন্ডীর ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি-নির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।