শিরোনাম
◈ প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত হচ্ছে গাজায়: জাতিসংঘ ◈ পরিচয় মিলেছে কলশী ফ্লাইওভারে নিহত দুই মোটরসাইকেল আরোহীর  ◈ ড. ইউনূসের নেতৃত্বে নতুন গতিশীলতা পাবে বিমস্টেক: মিয়ানমারের প্রধানমন্ত্রী ◈ ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রয়াত জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যান 

মনিরুল ইসলাম: শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দূতাবাসে ড. ইউনূসকে স্বাগত জানান ইউএস চার্জ ডি-অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

সেখানে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে মারা যান যুক্তরাষ্ট্রের শতবর্ষী প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাতে বারিধারার মার্কিন দূতাবাসে যান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে জিমির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসের শোক বইয়ে শোকবার্তা লেখেন তিনি। বোল্ডিনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করেন ড. ইউনূস।

মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কার্টারকে গ্লোবাল চ্যাম্পিয়ন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। ১৯৮৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন জিমি কার্টার- এ বিষয়টিও উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়