শিরোনাম
◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও) ◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:০৯ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু: চালকসহ দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

রাজধানীর ৩০০ ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার মদ্যপ ছেলের গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত এ আদেশ দেন। আগামী রবিবার তাদের শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী রেজাউল করীম খান রেজা গণমাধ্যমকে এ তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কে বুয়েট শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনা ঘটে। নিহত বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মাসুদ মিয়ার ছেলে। তিনি বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন কুমিল্লা সদরের মেহেদী হাসান এবং ময়মনসিংহের অমিত সাহা। গাড়ি চাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তাররা হলেন গাড়ি চালক মুবিন আল মামুন (২০), গাড়ির অন্য দুই আরোহী মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরী (২০)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বাবা ৩ জনকে আসামি করে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। জব্দ করা হয়েছে প্রাইভেটকার। ভেতর থেকে বিয়ার ও মদের বোতল পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, ডোপ টেস্টে দুজনের পজিটিভ পাওয়া গেছে। তারা অ্যালকোহল নিয়েছিলেন। এ বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম খান রেজা বলেন, পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বেপরোয়া গতির প্রাইভেটকার। তারা মাদক সেবন করে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান। সেইসঙ্গে পুলিশসহ আরও কয়েকজন আহত হন। মাদক সেবন করে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন প্রাইভেটকারচালক।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান বলেন, ‘অসতর্ক অবস্থায় প্রাইভেট চালানোর সময়ে একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় একজন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকার চালকের দোষ থাকতে পারে। কিন্তু বাকি দুজন কোনো অপরাধ করেননি। তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। আমরা এ বিষয়ে আদালতে শুনানি করবো। এখানে কেউ মাদক সেবনরত অবস্থায় ছিলেন না।’

নিহত বুয়েট শিক্ষার্থীর বাবা মাসুদ মিয়া বলেন, গত রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মুহতাসিম মাসুদ। তার দুই বন্ধুসহ রাতে ৩০০ ফুট সড়কে ঘুরতে বের হন৷ সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি গাড়ি পুলিশি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদ৷

এ ঘটনায় আহত অপর দুই বুয়েটের ছাত্র মেহেদী হাসান বেসরকারি স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়