শিরোনাম
◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও) ◈ এবার পাকিস্তান থেকে জাহাজে যা এসেছে ◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্প আয়ের মানুষের জন্য সুখবর দিলো রাজউক

স্বল্প আয়ের মানুষের জন্য সুখবর দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক অ্যাপার্টমেন্ট প্রকল্প চালু করবে রাজউক।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজউক অডিটরিয়ামে আয়োজিত উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প ছাড়াও স্বল্প আয়ের মানুষের জন্য রাজউক ভাড়া ভিত্তিক অ্যাপার্টমেন্ট প্রকল্প চালু করবে। যেন সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়।

তিনি বলেন, রাজউক কর্তৃক ফ্ল্যাট বরাদ্দ বিষয়ক এই লটারি একটি নিয়মিত প্রক্রিয়া। সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে সুষ্ঠুভাবে লটারি পরিচালনায় রাজউক বদ্ধপরিকর। স্বচ্ছভাবে লটারি কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট ও পার্কিং বরাদ্দ প্রত্যাশীরাও সন্তুষ্ট হচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম প্রমুখ। উৎস: বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়