শিরোনাম
◈ জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ◈ সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য: ডিএমপি  ◈ ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন ◈ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস উইং ◈ বিসিবি সভাপতি এমন কী মন্তব্য করলেন, যা নিয়ে পরিচালক ফাহিমের উত্তেজনা  ◈ আগামী শনিবার পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট, আছে আট বাংলাদেশি ◈ কাজে ব্যস্ত থাকায় জো বাইডেনের কাছ থেকে বেসামরিক সম্মাননা নিতে পারেননি মেসি  ◈ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক ◈ বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি ◈ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত, পাবেন পেনশনভোগীরাও

অন্তর্বর্তী সরকার সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে। আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে। স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে।

পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন।’

মহার্ঘ ভাতার বিষয়ে সরকারকে সুপারিশ দিতে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি করেছে সরকার। এই কমিটি আরো দুইটি সভা করে তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানিয়েছেন কমিটির সদস্য এবং জনপ্রশাসন সচিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়