শিরোনাম
◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও)

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৩ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

আয়নাঘরের কথা, গুম-খুন স্বীকার করলেন র‌্যাবের মহাপরিচালক, চাইলেন ক্ষমা (ভিডিও)

র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

মাসুদ আলম: প্রতিষ্ঠার পর থেকে গুম, খুন ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত র‍্যাব বাহিনী ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। র‍্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান স্বীকার করেছেন, র‍্যাবের অভ্যন্তরে আয়নাঘর (গোপন নির্যাতন কক্ষ) রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় র‍্যাবের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘র‍্যাবের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো গুম-খুন সংস্কার কমিশনসহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। র‍্যাব এসব তদন্তে সহযোগিতা করছে। সুষ্ঠু তদন্ত ও বিচার ছাড়া র‍্যাবের দায়মুক্তি সম্ভব নয়। তবে র‍্যাবের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

লিখিত বক্তব্যে র‍্যাবের প্রধান বলেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর ব্যবস্থা নিয়েছে। ৫ আগস্টের পর গত চার মাসে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জন র‍্যাব সদস্যকে আটক করে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগে ৩০ জন র‍্যাব সদস্যকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

র‍্যাব বিলুপ্তির দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল র‍্যাব বিলুপ্তির দাবি তুলেছে। সরকার যদি মনে করে র‍্যাব বিলুপ্ত করা প্রয়োজন, তাহলে আমরা সেই আদেশ মান্য করব।’

র‍্যাবের কালো পোশাক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, ‘পোশাক পরিবর্তনে কিছু যায় আসে না। মানুষ ভালো হলে সে যে পোশাকেই থাকুক না কেন, ভালো কাজই করবে।’

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে, সেইসব বন্দিশালাকে প্রতীকী হিসেবে ‘আয়নাঘর’ নাম দেওয়া হয়েছে।

তুলে নেওয়া সেই সব মানুষদের কেউ কেউ বহু দিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকেরই এখনও খোঁজ মেলেনি।

আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘গুমের’ ঘটনা তদন্তে গত ২৭ অগাস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের 'গুম তদন্ত কমিশন' গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ অগাস্ট সরকার পতনের দিন পর্যন্ত সময়ের মধ্যে কমিশনে যত অভিযোগ পড়েছে, তার বেশিরভাগই পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাবের বিরুদ্ধে।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ইতোমধ্যে র‌্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি, যদিও ২০০৪ সালে তাদের সরকারের সময়ই এ বাহিনী প্রতিষ্ঠা করা হয়েছিল।

পুলিশ সংস্কার কমিটির কাছে জমা দেওয়া সুপারিশমালা তুলে ধরতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বলেন, “র‌্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। আর দেশের মধ্যে তো র‌্যাব মানেই একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন-গুম, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং অধিকাংশই এই র‌্যাব বাহিনীর মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার সুপারিশ করেছি।”

এরপর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে র‌্যাবের মহাপরিচালক ভবিষ্যতে 'আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে’ তার বাহিনীর দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "র‌্যাবের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আছে। গুম-খুন, অপহরণ, এ ধরনের বেশকিছু অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে।

"আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র‌্যাব দ্বারা, নির্যাতিত বা অত্যাচারিত হয়েছে, তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেমন নারায়ণগঞ্জের সাত খুনসহ যারা র‌্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি।"

পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সমস্ত ঘটনার বিচারের প্রত্যাশা রেখে তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধ আমলে নিয়ে বিচারকাজ পরিচালনা করছেন। আমরা আশা করব, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে। এভাবেই দায়মুক্তি সম্ভব, অন্য কোনোভাবেভাবেই আমরা এ দায় থেকে মুক্ত হতে পারব না।

"কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র‌্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাদের পরিবারের, তাদের কাছে আবারও দুঃখপ্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি।"

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এরপর বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, নিষেধাজ্ঞা উঠানোর প্রক্রিয়া বেশ ‘জটিল’।

র‌্যাব বিলুপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে বাহিনীর প্রধান বলেন, "আমি র‌্যাবে কর্মরত আছি। আমরা যতদিন র‌্যাবে দায়িত্ব পালন করব, আমাদের দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব। এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাই শিরোধার্য। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।"

র‌্যাবের পোশাক পরিবর্তন চান কি-না– এ প্রশ্নে একেএম শহিদুর রহমান বলেন, "পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র‌্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা করছি। আমি মনে করি পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে পোশাক পরানো হয় তারা। ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাব, খারাপ ব্যক্তিকে যত ভালো পোশাকই পরাই, আমরা ভালো কিছু পাব না।"

র‌্যাবের নিজস্ব আইন প্রণয়নের বিষয়ে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "র‌্যাবের নির্দিষ্ট কোনো আইন নাই। পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র‌্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র‌্যাবের জন্য একটা আইন প্রণয়নের চিন্তা করছি। এছাড়া, কীভাবে সংস্কার আনা যায় জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।"

আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "হেলিকপ্টারের বিষয়ে মহামান্য হাই কোর্টের যে রিট আছে, এ সংক্রান্ত ফৌজদারি মামলাও রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটার অনুসন্ধান করছে। আমরা আশা করব এ সংক্রান্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে।"

আন্দোলনে অস্ত্রধারীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, "এ পর্যন্ত ভিডিও দেখে দুই হাতে দুইটা পিস্তল নিয়ে গুলি করছিল পাবনায়, তাকে আমরা গ্রেপ্তার করেছি। যাত্রাবাড়ী এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত মোট ৩০ জনকে আমরা গ্রেপ্তার করেছি। আরও যারা আছে, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।"

র‌্যাব সদস্যদের ছিনতাই-ডাকাতির মত বিভিন্ন অপরাধে জড়িয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মহাপরিচালক বলেন, "এ পর্যন্ত ছিনতাই-ডাকাতি-চাঁদাবাজির সাথে সম্পৃক্ত জড়িত ১৬ জন র‌্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ দায়ের করেছি। ভবিষ্যতেও কোনো সদস্য এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় মামলা দুটোই অব্যাহত থাকবে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।

নারায়ণঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে জানিয়ে তিনি বলেন, "৫ অগাস্টের আগ পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হয়েছিল, তাদের দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। ৫ অগাস্টের পরে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন জবানবন্দি দিয়েছে। আশা করছি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব।"

বগুড়ায় মাকে হত্যার দায়ে সন্তানকে অভিযুক্ত করা প্রসঙ্গে জানতে চাইলে শহিদুর রহমান বলেন, "কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়, কাজ না করলে ভুল হয় না। এক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি না হয়, ভবিষ্যতে সতর্ক থাকব। বগুড়ার ওই ঘটনায় পেশাদারত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

গত ১০ নভেম্বর বগুড়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুনের (৫০) লাশ বাড়িতে থাকা ডিপফ্রিজের ভিতরে পাওয়ার ঘটনায় পরদিন তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

১২ নভেম্বর সকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘হাত খরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরেই’ মাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখেন সাদ।

পরে পুলিশি তদন্তে সাদ বিন আজিজুরের সম্পৃক্ততা না থাকার কথা উঠে এলে বিষয়টি নিয়ে সমালোচনায় পড়ে র‌্যাব।

মহাপরিচালক জানান, গণ অভ্যুত্থানের সময় র‌্যাবের ১৬৮টি অস্ত্র খোয়া গিয়েছিল, যার মধ্যে ৯০টি উদ্ধার হয়েছে। আর লুট হওয়া ১২ হাজার গুলির মধ্যে ৭ হাজার উদ্ধার সম্ভব হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার প্রসঙ্গে র‌্যাব প্রধান বলেন, এখন পর্যন্ত ৪ জন সাবেক মন্ত্রী, ১৭ জন সাবেক এমপি, সাবেক মেয়র/উপজেলা/ইউনিয়ন চেয়ারম্যান ৪০ জন, কাউন্সিলর/মেম্বার ১৬ জন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৮৩ জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চিহ্নিত করে ৩০ জন সরাসরি গুলিবর্ষণকারীসহ সর্বমোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়