বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা।
আজ (বুধবার) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।
পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পদযাত্রা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেবেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছাবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী।
পদযাত্রার শুরুতে আকবর আলী বলেন, “ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা।”
এসময় সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উসকানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে।
পদযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার সামনে কয়েকজন পুলিশ সদস্যরা ছিলেন। এছাড়া যে পথ দিয়ে পদযাত্রা যাবে সেগুলোর প্রতিটি মোড়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পদযাত্রায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। উৎস: ঢাকা ট্রিবিউন ও আরটিভি অনলাইন।
আপনার মতামত লিখুন :