শিরোনাম
◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের ◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা ◈ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা ◈ বছরে এক লাখের বেশি শিশুর মৃত্যু বাংলাদেশে ◈ বিশ্ব শেয়ারবাজারে ধস, ডলারের দরপতন ◈ রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করা ময়মনসিংহের ইয়াসিন মারা গেলেন ◈ এনসিপি প্রয়োজনে জোট করবে: আখতার হোসেন 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংখ্যালঘুদের টার্গেট করে বেশ কিছু সহিংসতা হয়েছে, গত আড়াই মাসে ৭০ জনকে গ্রেফতার

মনিরুল ইসলাম  : সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় গত আড়াই মাসে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় ৮৮টি মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার  সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, সংখ্যালঘুদের টার্গেট করে বেশ কিছু সহিংসতা হয়েছে। এ বিষয়ে পুলিশ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। ওই প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ৭০ জন গ্রেফতার হয়েছে। পরের ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও সন্নিবেশ চলছে। এটা পেলে বিস্তারিত জানানো হবে। এতে গ্রেফতার ও মামলার সংখ্যা হয়তো আরও বাড়বে। আপনারা জেনেছেন যে এরই মধ্যে সুনামগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। এর প্রতিটির বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংখ্যালঘু সংক্রান্ত এ ধরনের তথ্য আমরা নিয়মিত আপডেট দিতে পারবো।

তিনি জানান, ৮৮টি মামলার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি। ধর্মীয় পূজামণ্ডপ, উপাসনালয়-কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট করা তথ্য অনুযায়ী মামলা হয়েছে ২৬টি। ৬২টি মামলায় গ্রেফতার ৩৫ জন এবং বাকি ২৬টি মামলায় গ্রেফতার ৩৫টি।

যারা বাংলাদেশে এ ধরনের সহিংসতা ও ন্যক্কারজনক কাজে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় জানা গেছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কাউকে রাজনৈতিক পরিচয়ে তো গ্রেফতার করা হয় না। সন্দেহভাজন ধরা হচ্ছে বা অভিযোগ আসছে, তাকেই আইনের আওতায় আনা হচ্ছে। ৮৮টি মামলার ঘটনা সংখ্যালঘুদের ওপর সহিংসতা সম্পর্কিত হলেও আমাদের নজরে এসেছে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের কেউ আগের ক্ষমতাসীন দলের সদস্য ছিলেন।

ব্যক্তিগতভাবে তিনি হয়তো সংখ্যালঘু। রুলিং পার্টির সদস্য ছিল, তার ওপর আক্রমণ করা হয়েছে। এটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, উনি কী রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রমণের শিকার হয়েছেন, নাকি সংখ্যালঘু হওয়ার কারণে। এ ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় মুখ্য নাকি সম্প্রদায়ের বিষয়টি। তবে, যাহোক যেহেতু সহিংসতা হয়েছে, এজন্য আমরা মামলা করেছি। আমরা বিষয়টি সিরিয়াসলি নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়