মাসুদ আলম : আইএসপিআর জানায়, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি সংস্থা। এমইএস এর বার্ষিক সম্মেলন উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সোমবার ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে অনুষ্ঠিত তিনদিনব্যাপী 'এমইএস বার্ষিক সম্মেলন ২০২৪'এর দ্বিতীয় দিনে উপস্থিত থেকে তাঁর দিক-নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি এমইএস এর কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানেন ও আলোচনা করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান এর সভাপতিত্বে ৮ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এমইএস এর বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :