শিরোনাম
◈ হঠাৎ চিকেন’স নেকে ভারী অস্ত্র মোতায়েন ভারতের! ◈ ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৮ ◈ শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত ◈ বাংলাদেশের যে কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলো মিয়ানমার! ◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে দেশকে এগিয়ে নিতে চাই 

মনিরুল ইসলাম: বাংলাদেশের জনগণের মধ্যে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এই  দাবি করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহম্মদউল্লাহ। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষেরা কেমন আছেন, প্রধান উপদেষ্টা তা ব্যক্ত করেছেন। আমরা লক্ষ করেছি, আমাদের মধ্যে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে।

বৃহস্পতিবার  বিকালে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শায়খ আহম্মদউল্লাহ বলেন, সেটিকে কীভাবে আরও ভালোভাবে ধরে রাখা যায়, সে বিষয়ে আমরা সবাই আজ কথা বলেছি। সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশের কথা। যে বাংলাদেশে কোনও ভয় থাকবে না। সেটা গড়ার জন্য তার সরকার কাজ করছে।

প্রধান উপদেষ্টার আহ্বানে বিভিন্ন ধর্মের নেতৃত্বশীল ব্যক্তিরা এসেছেন। তিনি  বলেন, আমরা বলেছি এ দেশের ওলামায়ে কেরাম, ধর্মীয় নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল। এই দায়িত্বশীলতার কারণেই কিন্তু আপনারা দেখেছেন—আইনজীবী হত্যার পরও মুসলমানরা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি এবং ধরে রাখার জন্য সংগ্রাম চালাচ্ছি। সবাই একই সুরে কথা বলেছেন—আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন সেটা বিরল। কোনও প্রোপাগান্ডায় আমরা যেন পা  না দেই। সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। এজন্য সবাই কথা বলেছেন। আমরা আশা  করছি একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে। যেটা আজকে থেকে দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। 

তিনি বলেন, আমরা আমাদের আশপাশের জায়গা থেকে যে উপদেশ শুনে থাকি, সেসব জায়গায় যখন দেখি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, দলে দলে তাদের উপাসনালয় ভাঙা হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশের সংখ্যালঘু ভাইয়েরা নিরাপদ আছেন। অনিরাপদ থাকলে তাদের নিরাপদে রাখার জন্য সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্বও তাদের জায়গা থেকে কাজ করছে। আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে দেশকে এগিয়ে নিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়