শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৫ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হাইকমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত

আগরতলায় হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ

মনিরুল ইসলাম  : আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যদের সহিংস বিক্ষোভ এবং হামলার ঘটনার তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের আহবান জানিয়েছে বাংলাদেশ। 

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রাপ্ত তথ্যগুলো এটাই বলে যে- পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় বিক্ষোভকারীদের। এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর সদস্যদের উপস্থিতিতে তারা বাংলাদেশের জাতীয় পতাকাদণ্ড (ফ্ল্যাগ পোল) ভাংচুর করে, জাতীয় পতাকার অবমাননা করে এবং কমিশনের ভিতরে সহায়সম্পত্তির ক্ষয়ক্ষতি করে।

পরিতাপের বিষয় হলো- এ সময় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে নিরাপত্তায় উপস্থিত স্থানীয় পুলিশ সদস্যদেরকে শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় দেখা যায়নি। ফলে হাইকমিশনের সব সদস্য এ সময় গভীর অনিরাপত্তা বোধ করে সেখান থেকে সরে যান। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার আরও জোর দিয়ে বলতে চায় যে- বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করা হলো গত ২৮শে নভেম্বর কলকাতায় সহিংস প্রতিবাদ বিক্ষোভের মতোই আরেকটি ঘটনা।

১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স অনুযায়ী কূটনৈতিক মিশনগুলোতে প্রবেশের অলঙ্ঘনীয়তাকে লঙ্ঘন করেছে আগরতলার ঘটনা। যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যেকোনো রকম অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব, তাই ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার আহ্বান জানাচ্ছে অবিলম্বে এ ঘটনার সমাধান, এর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভারতের ভিতরে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে। কূটনীতিকদের নিরাপত্তা, কূটনীতিক নন এমন স্টাফ ও সদস্যদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও আহবান জানানো হয়েছে বিবৃতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়