বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ জন কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে সরকার। অভিযুক্তদের মধ্যে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের নামও আছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া যায়। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার বেশিরভাগ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের সময় সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান। বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
তাদের মধ্যে এস এম মতিউর রহমান কর্নেল থাকাকালীন সময় ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল থাকাকালীন সময় ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর (সিটিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে সবশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর তিনি চাকরি থেকে অবসরে যান।
আপনার মতামত লিখুন :