শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে চলতি মাসেই রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ  ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু ◈ রাজধানীতে ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি ◈ আগামী বছর রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশয় ◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম ◈ শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম আয়ারল্যান্ড, বাংলাদেশ ১৮১তম ◈ কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত সংঘর্ষ-উত্তেজনা? (ভিডিও) ◈ ঢাকাসহ যেসব অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৫৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা

মনিরুল ইসলাম :  বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজারবাইজান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করেন। এর আগে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ সন্ধ্যা ৮টায় দেশে ফেরেন। 
 
ওয়েটিং লাউঞ্জের উদ্ধোধন করে অধ্যাপক ইউনূস বলেন, আজারবাইজান যাবার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। এ লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো।

প্রধান উপদেষ্টা আজ প্রবাসীর পরিবার পরিজনের জন্য কেবল এর যাত্রা শুরু হলো উল্লেখ করে এই ওয়েটিং লাউঞ্জকে কিভাবে আরো আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সেজন্য প্রবাসীদের স্বজনদেরকে তাদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

'প্রবাসীর স্বজনদের জন্য এই লাউঞ্জ উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত' বলে উল্লেখ  করেন তিনি। প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউঞ্জে উপস্থিত প্রবাসীর স্বজনদের সঙ্গে কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়