শিরোনাম
◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৫৪ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সেনাবাহিনী প্রধান কর্তৃক কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণ

মাসুদ আলম : আইএসপিআর জানায়, বুধবার  সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস), যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান। সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ পৌঁছালে তাকে জিওসি, আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার; এ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া, কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যালস্ ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া, সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জিওসি, আর্টডক; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন; সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আর্মি মেডিকেল কলেজ, যশোর অধ্যক্ষ, চীফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়