শিরোনাম

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

বদির ম্যানেজার জাফরকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মাসুদ আলম : সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার জাফরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান।

আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার পূর্ব বাসাবো এলাকায় যৌথ অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ ও র‍্যাব-১৫ এর অভিযানিক দল।

গ্রেপ্তার জাফরকে ঢাকা থেকে কক্সবাজার নেওয়া হচ্ছে বলে জানান র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন বলেন, ‘গ্রেপ্তার জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।’

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়