মাসুদ আলম : সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট অভিযোগ প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মামলা রয়েছে।
জানা গেছে উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সাণের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামীলীগ সরকার গঠন করলে
তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পান। ৫ আগষ্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
আপনার মতামত লিখুন :