মনিরুল ইসলাম ঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টায় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা এ মন্দির পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সারাদেশে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এ দুর্গোৎসব। আজ মহা নবমী। আগামীকাল রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসবের।
আপনার মতামত লিখুন :