শিরোনাম
◈ আমার কাছে বিশ্বকাপ খেলা মুখ্য নয়, ক্যারিয়ারের বাকি সময়টা উপভোগ করতে চাই: মেসি ◈ অভিনেত্রী তামান্না ভাটিয়াকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ◈ ‘এলিয়েনরা সত্যিই আছে’, নাসার ফিল্ম নির্মাতা সাইমন হল‌্যান্ডের দাবি ◈ নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে সন্দেহ তারেকের : সহযোগীদের খবর ◈ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে ◈ আজ কয়েকটি দল ও জোটের সঙ্গে সংলাপে বসবেন  ড. মুহাম্মদ ইউনূস ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০১:৩২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারকে অব্যাহত অর্থনৈতিক–রাজনৈতিক সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটনে ডোনাল্ড লুসহ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক। ছবি: সংগৃহীত

শুক্রবার (১১ অক্টোবর) ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির সরকারের এ প্রতিশ্রুতির কথা জানান। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : আজকের পত্রিকা

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা, ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন ব্যাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী লিন্ডসে ফোর্ডসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

ভার্মার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের আওতা ও গভীরতা বাড়ানো, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা ও শ্রম মান নিয়ে আলোচনা হয়। 

ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন ব্যাস এক্স পোস্টে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে দুই দেশের মধ্যে সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে অর্থনৈতিক ও জঙ্গিবাদ বিরোধী লক্ষ্যগুলো অর্জনে অংশীদারত্ব নিয়েও কথা হয়েছে। 

প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী লিন্ডসে ফোর্ডের সঙ্গে আলোচনায় এসেছে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ, শ্রমমান, নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন  বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়