ডেস্ক রিপোর্ট : শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। আজ বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয় বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পানআবদুল মুয়ীদ চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়।
যদিও অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, গত সপ্তাহেই সংস্কার কমিশনের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশনের কাজ আগামীকাল থেকে শুরু করার কথা। কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছে।
জানা গেছে রাজনৈতিক দলগুলোর সহযোগীতা ছাড়া কোন সংস্কারের পক্ষপাতী নয় সরকারের থাকা নীতি নির্ধারকরা। কারণ রাজনৈতিক দলগুলো সহযোগীতা না করলে কোন সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন তারা।
বিগত সময়ে এই সংস্কার কমিশন গুলো কিভাবে কাজ করেছে, একটি কাঙ্খিত পর্যায়ে যেতে হলে আর কি ধরণের সংস্কার প্রযোজন সেগুলো নিয়েই আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে।
উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করে। তবে এবারের আলোচনায় সংস্কারের একটি কাঠামো দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :