শিরোনাম
◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা পরিবহন মালিক সমিতি শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া দেওয়ার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির দিনসহ সপ্তাহের ৭ দিনই হাফ ভাড়া সুবিধা পাবেন। আগে শিক্ষার্থীদের হাফ পাস সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট সময়ে (সকাল ৮টা থেকে রাত ৮টা) দেয়া হতো, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

ঢাকা মহানগরীর সকল সিটি বাসে ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি পরিবহন শ্রমিকদের সচেতনতার জন্য একটি সেমিনারে এই ঘোষণা দেন।

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, শিক্ষার্থীদের গণআন্দোলনে বিশেষ ভূমিকার জন্য এই হাফ ভাড়া সুবিধা বাস্তবায়িত হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, শুধু বাসে নয়, রেল ও নৌযানসহ সব ধরনের পরিবহনে হাফ ভাড়া বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই নতুন সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা বাড়াবে এবং পরিবহন খাতে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ব্যবস্থা হিসেবে কাজ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়