রাশিদ রিয়াজঃ রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভের পর সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার।
গত সোমবার ভারতীয় ওই ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। তাঁরা কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীদের হুমকি দেন। এরপর সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করে ভারতীয় হাইকমিশন। ওই ঘটনার পর গতকাল যমুনা ফিউচার পার্কে ওই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ ছিল।
ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানায়, ভাটারা থানা থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো জনবল ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কার্যক্রম চালাতে পারছে না। শিগগিরই জনবল ও সামগ্রী সরবরাহ সাপেক্ষে ওই চারটি কেন্দ্রে কার্যক্রম শুরু করা হবে।
এখন পর্যন্ত আগে থেকে যেসব চিকিৎসা ভিসা অনুমোদনের অপেক্ষায় ছিল, সে ভিসাগুলোই দেওয়া হচ্ছে। নতুন করে কোনো ভিসা আবেদন নেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, ভিসার জন্য আবেদনকারীরা তাঁদের পাসপোর্ট ফেরত চেয়েছিলেন। ফলে গত সোমবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল। কিন্তু পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন। এতে ভড়কে যান ভিসা কেন্দ্রের লোকজন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, তা এড়াতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠি পাঠায় হাইকমিশন।