শিরোনাম
◈ ১৯ দিনে ডেঙ্গুতে ৭৮ জনের প্রাণহানি ◈ সৌদির টিভি অফিসে হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় হামলা-আগুন ◈ স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন ইতিহাস ◈ প্রায় ৯ ঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা ◈ মিস ইন্ডিয়া বিজয়ী মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল ◈ বিবাহবিচ্ছেদের পথে যুবরাজ হ্যারি ও মেগান মার্কল! ◈ যেভাবে পান্নুনকে হত্যা পরিকল্পনা সাজান ‘র’-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদব ◈ আবারো ভারতের উইকেটে ধস, জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ১০৭ ◈ দীর্ঘ কোচিং ক্যারিয়ারের সব অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কাজে লাগাতে চাই: কোচ সিমন্স ◈ প্রধান উপদেষ্টাকে ২৩টি প্রস্তাব দিলেন অলি আহমেদ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ০২:৩৯ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দফা দাবিতে উত্তরা-শাহবাগে আনসারদের অবরোধ

চাকরি জাতীয়করণের ‌‘এক দফা’ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও উত্তরা বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন অস্থায়ী আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার পর শাহবাগ মোড় অবরোধ করেন আনসার সদস্যরা। এরআগে রাত ৯টার দিকে উত্তরা অবরোধ করেন তারা। রাত সাড়ে ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

স্থানীয়রা জানান, প্রায় ২০০ জনের মতো আনসার সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের সবাই রাত ১০টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন। এসময় যানজট সৃষ্টি হয়।

আরিফা নামের এক আনসার সদস্য বলেন, ‘যখন জীবনের ভয়ে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না; তখন আমরা ছিলাম। কিন্তু এই আমরাই সবসময় অবহেলিত। এবার চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

এদিকে রাজধানীর বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে আনসার সদস্যদের বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। রাত ১১টার দিকে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। রাত সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরে যান আনসার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ। সূত্র : জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়