নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার আজমপুর থেকে রাজলক্ষী পর্যন্ত মূল সড়কে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে আসছে এবং সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। সূত্র : বিবিসি বাংলা
সড়কের দুই পাশে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নিলেও তারা আন্দোলনে কোন বাধা দিচ্ছে না।
ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, সকালে রাজউক উত্তরা মডেল কলেজের সামনের সড়ক সেনা সদস্যরা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাও করে রাখলেও আন্দোলনকারীরা তা সরিয়ে রাজলক্ষীর দিকে এগিয়ে যায়।
আন্দোলনকারীরা এ সময় এক দফা দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকে।
আপনার মতামত লিখুন :