শিরোনাম
◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে? ◈ অবশেষে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পেল আল নাসর ◈ হঠাৎ চিকেন’স নেকে ভারী অস্ত্র মোতায়েন ভারতের! ◈ ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৮ ◈ শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত ◈ বাংলাদেশের যে কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলো মিয়ানমার! ◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাহী আদেশে আজ থেকে তিন দিন সাধারণ ছুটি

আনিস তপন: [২] সোমবার, মঙ্গলবার এবং বুধবার (৫ থেকে ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষাপটে রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

[৩] সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সংঘাত-সহিংসতার প্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

[৪] এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

[৫] পরে ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত স্বল্প পরিসরে খুলে দেওয়া হয় অফিস আদালত। 

[৬] অবশ্য ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত স্বাভাবিক নিয়মে দেশের সরকারি-বেসরকারী অফিস চালু করে সরকার।

[৭] এদিকে রোববার সকাল থেকেই আন্দোলন সহিংস আকার ধারণ করায় এদিন সন্ধা ৬টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে সোম. মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

[৮] একই দিন কারফিউ সংক্রান্ত ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়