শিরোনাম
◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাহী আদেশে আজ থেকে তিন দিন সাধারণ ছুটি

আনিস তপন: [২] সোমবার, মঙ্গলবার এবং বুধবার (৫ থেকে ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষাপটে রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

[৩] সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচিতে সংঘাত-সহিংসতার প্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

[৪] এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

[৫] পরে ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত স্বল্প পরিসরে খুলে দেওয়া হয় অফিস আদালত। 

[৬] অবশ্য ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত স্বাভাবিক নিয়মে দেশের সরকারি-বেসরকারী অফিস চালু করে সরকার।

[৭] এদিকে রোববার সকাল থেকেই আন্দোলন সহিংস আকার ধারণ করায় এদিন সন্ধা ৬টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে সোম. মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

[৮] একই দিন কারফিউ সংক্রান্ত ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়